এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়া হল।
বিষয় কোডঃ ২৪০
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
৪. প্রাণী চিকিৎসক মামুন সাহেব ছুটিতে গ্রামের বাড়ি নড়াইলের তপনভাগে বেড়াতে এসে লক্ষ করলেন, তার চাচার বাড়ির আঙ্গিনায় বাঁধা একটি গরুর নাক ও মুখ থেকে ফেনা পড়ছে। গরুটির কাছে গিয়ে সে ভালোভাবে রোগটি শনাক্ত করল। তার চাচাকে সে এ সমস্যা সমাধানের পরামর্শ দিলেন এবং ভবিষ্যতে যাতে এ রোগ না হয় তার জন্য প্রতিরোধ ব্যবস্থা নিতে বললেন।
- ক. গরুর ব্যাকটেরিয়াজনিত একটি রোগের নাম লেখ।
- খ. সংকর জাতের গরুর বৈশিষ্ট্য লিখ।
- গ. কীভাবে তুমি উদ্দীপকের এ রোগটি শনাক্ত করবে- ব্যাখ্যা কর।
- ঘ. "রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম" উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
৫. হামিদ সাহেব বাণিজ্যিক উদ্দেশ্যে আঙ্গুর চাষ করলেন। কিন্তু গাছ ছাটাই করে সুন্দর কাঠামো না দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হলেন। তার বন্ধু তাকে লতানো উদ্ভিদে করা হয় এমন এক ধরনের ট্রেনিং পদ্ধতি সম্পর্কে জানালেন।
ক. প্রুনিং কাকে বলে? ১
খ. গাছের গোড়ায় জাবড়া প্রয়োগ করা হয় কেন? ২
গ. হামিদ সাহেবের চাষকৃত ফসলটিতে ট্রেনিং- এর যে পদ্ধতিটি অনুসরণ করতে হবে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত পদ্ধতি অনুসরণে হামিদ সাহেব কিভাবে লাভবান হবেন- বিশ্লেষণ কর। ৪
৬. হাসু মিয়ার হাঁসের খামারে হঠাৎ করে কিছু সংখ্যক হাঁসের নাক- মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল এবং আলো দেখে ভয় পাচ্ছিল। এ দেখে তিনি প্রাণিসম্পদ কর্মকর্তার শরণাপন্ন হন। প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে আদর্শ প্রতিপালন পদ্ধতি অনুসরণ করতে বলেন।
ক. অধিক ডিম উৎপাদনকারী একটি হাঁসের জাতের নাম লেখ। ১
খ. ব্রয়লার ও লেয়ারের মধ্যে পার্থক্য লেখ। ২
গ. হাঁসু মিয়ার হাঁসের খামারে কী রোগের প্রাদুর্ভাব ঘটেছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. প্রাণীসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী হাসু মিয়া তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্লেষণ কর। ৪
৭. ইউনুচ আলী একজন মৎস্যচাষী। তিনি নিজের পুকুরে মাছ চাষ করেন। তিনি নিয়মিত মাছের পরিচর্যার দিকে খেয়াল রাখেন। হঠাৎ একদিন দেখলেন কিছু মাছের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে এবং দীর্ঘদিন সময় ধরে ভেসে থাকছে। বিষয়টি দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন। আক্রান্ত একটি মাছ নমুনা হিসেবে উপজেলা মৎস্য অফিসে নিয়ে গেলেন। মৎস্য কর্মকর্তা মাছের পেটে চাপ দিয়ে তরল জাতীয় পদার্থ বের করাসহ আরও কিছু বিষয়ে পরামর্শ দিলেন।
ক. ফাইটোপ্ল্যাঙ্কটন কী? ১
খ. মাছ পচে কেন? ২
গ. ইউনুচ আলীর পুকুরের মাছ কোন রোগে আক্রান্ত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মৎস্য কর্মকর্তার ইউনুচ আলীকে দেওয়া পরামর্শটি মূল্যায়ন কর। ৪
৮. নিচের চিত্র দু'টি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
চিত্র-১: সামাজিক বন চিত্র-২: ম্যানগ্রোভ বন
ক. বন কী? ১
খ. কৃষি মেলার আয়োজন করা হয় কেন? ২
গ. চিত্র-২ বনটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন বনটি বাংলাদেশে অধিক সৃজন করা সম্ভব? বিশ্লেষণ কর। ৪
বহুনির্বাচনী প্রশ্ন
সময়: ২৫ মিনিট
ক. ভাইরাসজনিত
খ. ছত্রাকজনিত
গ. ব্যাকটেরিয়াজনিত
ঘ. পরজীবীজনিত
ক. সামাজিক
খ. পাহাড়ি বন
গ. সমতল ভূমির বন
ঘ. ম্যানগ্রোভ বন
ক. কৃষি গবেষণা প্রতিষ্ঠান
খ. কৃষি উন্নয়ন কাউন্সিল
গ. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
ঘ. কৃষি উন্নয়ন কর্পোরেশন
I. জীবানু মুক্ত করা
II. স্বাদ অক্ষুন্ন রাখা
III. দুধ ননীমুক্ত করা
কোনটি সঠিক?
ক. I
খ. II
গ. III
ঘ. I, II ও III
ক. আমাজন
খ. শালবন
গ. পাহাড়া বন
ঘ. সুন্দরবন
ক. ৩–৪ ঘণ্টা
খ. ৩–৫ ঘণ্টা
গ. ৩–৭ ঘণ্টা
ঘ. ৩–৮ ঘণ্টা
ক. ল্যাকটোমিটার
খ. থার্মোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. ন্যানোমিটার
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
ক. সুন্দরী
খ. শাল
গ. গজারী
ঘ. গেওয়া
I. মাটি ও পানি লবণাক্ত
II. শ্বাসমূল থাকে না
III. জরায়ুজ অঙ্কুরোদগম হয়
কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. হেমন্ত
ক. ১০–১৫ টি
খ. ১৫–২০ টি
গ. ২০–২৫ টি
ঘ. ৩০–৩৫ টি
I. ডাংগী
II. মুররাহ
III. নিলারাভি
কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
ক. ক্ষুরা
খ. বাদলা
গ. জলাতঙ্ক
ঘ. তড়কা
ক. ১০৪–১০৭°
খ. ১০৫–১০৮°
গ. ১০২–১০৭°
ঘ. ১০০–১০৩°
ক. ১৮ দিনে
খ. ২১ দিনে
গ. ২৮ দিনে
ঘ. ৩০ দিনে
ক. গলদা চিংড়ি
খ. বাগদা চিংড়ি
গ. রাজপুঁটি
ঘ. নাইলোটিকা
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
ক. অর্থনৈতিক
খ. বিনোদনগত
গ. পরিবেশগত
ঘ. জীববৈচিত্র্যগত
I. ক্লোরোফ্লোরো কার্বন
II. নাইট্রাস অক্সাইড
III. মিথেন
কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
ক. ট্রেনিং
খ. প্রুনিং
গ. ড্রেসিং
ঘ. মালচিং
I. ভূমিহীন কৃষক
II. দুঃস্থ মহিলা
III. দরিদ্র জনগণ
কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
ক. ৬২২১ বর্গ কিলোমিটার
খ. ৬৩৩১ বর্গ কিলোমিটার
গ. ৫২২১ বর্গ কিলোমিটার
ঘ. ৭২২১ বর্গ কিলোমিটার
ক. গরু
খ. ছাগল
গ. ভেড়া
ঘ. মহিষ
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
ক. হে
খ. সাইলেন্স
গ. কাঁচা ঘাস
ঘ. সংরক্ষিত ভুট্টা
I. হলদে সবুজ রঙের হবে
II. পচা ঘাসের মতো দেখাবে
III. কাঁচা ঘাসের অনুরূপ থাকবে
কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
ক. ছাগল
খ. ভেড়া
গ. গরু
ঘ. মহিষ
প্রশ্ন ও উত্তর (MCQ) – কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র
Answer: (গ) ব্যাকটেরিয়াজনিত — ছাগলের তড়কা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।
Answer: (ক) সামাজিক — উডলট বন সাধারণত সামাজিক বনের অন্তর্ভুক্ত।
Answer: (গ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)।
Answer: (ঘ) i, ii ও iii — দুধ জীবাণুমুক্ত করা, স্বাদ অক্ষুণ্ন রাখা, ননীমুক্ত করা।
Answer: (ঘ) সুন্দরবন।
Answer: (ঘ) ৩–৮ ঘণ্টা।
Answer: (ক) ল্যাকটোমিটার।
Answer: (খ) ১০৫–১০৮° ফারেনহাইট।
Answer: (গ) ২৮ দিনে।
Answer: (খ) বাগদা চিংড়ি।
Answer: (গ) পরিবেশগত গুরুত্ব।
Answer: (ঘ) i, ii ও iii — CFC, N₂O ও CH₄।
Answer: (গ) ড্রেসিং (Dressing)।
Answer: (ঘ) i, ii ও iii — ভূমিহীন কৃষক, দুঃস্থ মহিলা ও দরিদ্র জনগণ উপকৃত হয়।
Answer: (ক) ৬২২১ বর্গ কিলোমিটার।
Answer: (খ) ছাগল — কম খরচে পালনযোগ্য হওয়ায় ছাগলকে গরিবের গাভী বলা হয়।
Answer: (খ) সাইলেজ।
Answer: (গ) i ও iii — সাইলেজ হলদে সবুজ রঙের এবং পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।
Answer: ড্রেসিং
Answer: (ঘ) i, ii ও iii — ভূমিহীন কৃষক, দরিদ্র জনগণ, দুঃস্থ মহিলা।
Answer: (ক) ৬২২১ বর্গ কিলোমিটার।
Answer: (খ) ছাগল।
Answer: (খ) সাইলেজ — সবুজ ঘাস সংরক্ষণ করে বিশেষভাবে প্রস্তুত খাদ্য।
Answer: (গ) i ও iii — হলদে সবুজ রঙ ও পুষ্টিগুণ বজায় থাকে।
Answer: (গ) গরু — ভারতীয় উৎপত্তির একটি জনপ্রিয় জাত।
Post a Comment