লোড হচ্ছে...

কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন।

কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি) থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হলো।

জ্ঞানমূলক প্রশ্ন

১। মালচিং কী? [রা. দি. ব. ম. বো. ২০২৩; সকল বোর্ড ২০১৭]
২। মৃত্তিকা বুনট কী? [রা. চ. সি. ব. বো. ২০১৯; সকল বোর্ড ২০১৭]
৩। মৃত্তিকার pH কী? [ঢা. কু. বোর্ড ২০২২]
৪। কম্পোস্ট সার কাকে বলে?
৫। ভূমিক্ষয় কী? [ঢা. কু. য. চ. সি. ২০২৩; রা. চ. সি. ব. বো. ২০১৯; কু. রা. চ. ব. বো. ২০১৮]
৬। AWD কী? [ঢা. য. দি. সি. বোর্ড ২০১৯]
৭। ট্রাইকোডার্মা কী? (ঢা. য. দি. সি বোর্ড ২০১৮)
৮। SRI কী? [যি. রা. চ. ব. সি. দি. ম. বোর্ড ২০২২; ঢা. য. দি. সি. বোর্ড ২০১৮]
৯। নিরপেক্ষ মাটি কী? [কু. রা. চ. ব. বোর্ড ২০১৮]
১০। মাটির উৎপাদনক্ষমতা কী? [ঢা. কু. ২০২২]
১১। মাটির উর্বরতা কী? [রা. য. দি. সি. চ. ম. বোর্ড ২০২২]
১২। অম্লীয় মাটি কী? [সকল বোর্ড ২০২২]
১৩। সবুজ সার কী? [ঢা. কু. য. চ. সি. বোর্ড ২০২৩]

অনুধাবনমূলক প্রশ্ন

১। মাটির pH জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। (ঢা. কু. রা. চ. সি. ব. বোর্ড ২০১৭]
২। মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা করো। [সকল বো.২০১৭]
৩। সবুজ সার হিসেবে ধৈঞ্চা উপযোগী কেন? [রা. দি. ব. ম. বোর্ড ২০২৩; সকল বো. ২০১৭)
৪। মালচিং কেন করা হয়? ব্যাখ্যা করো। [যি. রা. দি. চ. সি. ঢা. কু. ২০২২; ঢা. য. দি. সি. বোর্ড ২০১৮]
৫। ভূমিক্ষয়ে মৃত্তিকা কীভাবে প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। [ঢা. য. দি. সি. বোর্ড ২০১৯]
৬। মাটি সংশোধনের উপযোগিতা ব্যাখ্যা করো। [ঢা. কু. য. সি বোর্ড ২০১৯]
৭। সেচ কেন প্রয়োজন ব্যাখ্যা করো। [রা. চ. সি. বরি বোর্ড ২০১৯]
৮। মাটি ক্ষারীয় হয় কেন? [ঢা. কু. য. সি বোর্ড ২০১৯]
৯। জৈবপদার্থ মাটির প্রাণ ব্যাখ্যা করো। [রা. চ. সি. ব. বোর্ড ২০১৯; য. দি ২০১৭)
১০। অম্লমাটির বৈশিষ্ট্যাবলি ব্যাখ্যা করো।
১১। ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। [ঢা. কু. বোর্ড ২০২২]
১২। পানি নিকাশ করা হয় কেন? ব্যাখ্যা করো। (ঢা. কু. চ. সি. ব. বোর্ড ২০২৩]
১৩। শস্য পর্যায় কীভাবে মাটির উর্বরতা রক্ষা করে? ব্যাখ্যা করো। [ঢা. কু. য. চ. সি. বো. ২০২৩]

কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। মাটির বিক্রিয়া : কোন উপাদানের কারণে মাটির সৃষ্ট রাসায়নিক অবস্থাকে মাটির বিক্রিয়া বলে।
২। ক্ষার পছন্দকারী ফসল : আখ, ডাল, খেজুর, তাল, নারিকেল।
৩। অম্ল পছন্দকারী ফসল : চা, কফি, আনারস, লেবু ইত্যাদি।
৪। ক্ষারীয় মৃত্তিকার প্রকারভেদ : ক্ষারীয় মৃত্তিকা তিন প্রকার যথা- (ক) লোনা মাটি, (খ) চুনা মাটি ও (গ) ক্ষার মাটি।

৫। ভূমি সংরক্ষণ : কোন এলাকার মাটি বা ভূমিক্ষয় রোধ করে এর ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বজায় রাখাকে ভূমি সংরক্ষণ বলে।

৬। আস্তরণ ভূমিক্ষয় : বৃষ্টির পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে জমির নিচের দিকে নামার সময় মাটির জ্বর কেটে যায়, এটা হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়।
৭। রিল ভূমিক্ষয় : প্রচুর বৃষ্টিপাত হলে জমির ঢাল বরাবর নালার সৃষ্টি হয়, এর অবিরাম চলতে থাকলে গভীর নালায় পরিণত হয়, তাকে নালার ভূমিক্ষয় বলে।
৮। মালচিং : মাটির আদ্রতা সংরক্ষণের উদ্দেশ্যে এর উপরিভাগ কুড়িপানা বা খড়কুটো দ্বারা ঢেকে দেওয়াকে মালচিং বলে।
৯। নালার ভূমিক্ষয় : রিল ভূমিক্ষয়ের ফলে যে ছোটো ছোটো নালার সৃষ্টি হয়, তা অবিরাম চলতে থাকলে গভীর নালায় পরিণত হয়, তাকে নালার ভূমিক্ষয় বলে।
১০। মাটি সংশোধন : চাষাবাদের অনুপযোগী মাটিকে ফসল উৎপাদনে উপযোগী করে তোলাকে মাটি সংশোধন বলে।
১১। অম্লীয় মাটি : যে মাটির অম্লমান ৫ এর কম তাকে অম্লীয় মাটি বলে। [সকল বোর্ড-২০২২]

Post a Comment

Previous Post Next Post