কৃষি তথ্য সেবায় কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নাম ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করা হলো।
এই পোস্টে রয়েছে
- বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের নাম
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কার্যাবলী
- বীজ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম
- কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম
- সার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম
কৃষি তথ্য সেবায় কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান
Agricultural Input Supplier Organization
বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি উপকরণ সরবরাহকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (BADC), বিভিন্ন কীটনাশক বিক্রেতা কোম্পানিসমূহ (বায়ার, পদ্মা ওয়েল কোং, সেমকো, সেতু ইত্যাদি), সেচযন্ত্র বিক্রেতা সংস্থাসমূহ, বীজ উৎপাদক ও বিক্রেতা কোং সমূহ, সার বিক্রেতা সংস্থাসমূহ ইত্যাদি। এসব সংস্থাসমূহের কাজ হচ্ছে বিভিন্ন কৃষি উপকরণ যেমন— সার, বীজ, কীটনাশক, সেচযন্ত্র ইত্যাদি কৃষকদের নিকট সরবরাহ করা। দেশে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। এর অধিকাংশই বেসরকারি প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান দেশেই কৃষি উপকরণ উৎপাদন করে (বিশেষ করে বীজ)। হাইব্রিড বীজ বিদেশ থেকে আমদানি করে সরবরাহ করে অথবা নিজস্ব খামারে বর্ধন করে। কৃষি উপকরণ সরবরাহকারী দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
কৃষিক্ষেত্রে সেবা প্রাপ্তির উৎস হিসাবে বিএডিসি এর কার্যাবলি নিচে উল্লেখ করা হলো:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (Bangladesh Agriculture Development Corporation-BADC)
বাংলাদেশের কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি উন্নয়নমূলক এ প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে চালু করে। বর্তমানে এ সংস্থার ৬টি শাখা আছে যার প্রতিটিরই সুনির্দিষ্ট কর্মকাণ্ড আছে। বিএডিসি বিভিন্ন সার কারখানা হতে সার সংগ্রহ করে এবং সুনির্দিষ্ট ডিলারদের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তা দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে পৌছে দেয়ার ব্যবস্থা করে। বিএডিসি এর বীজ বিভাগ উন্নতমানের বীজ কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে। চুক্তিবদ্ধ চাষি (কন্ট্রাক্ট গ্রোয়ার্স)-এর মাধ্যমে উন্নত ও উচ্চফলনশীল বীজ সংগ্রহ করে কৃষকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উন্নত ফসলের জাত সম্পর্কে কৃষক ও দেশবাসীকে অবহিত করানো এবং ঐ সমস্ত জাতের বীজ কৃষকের নিকট পৌঁছে দেয়ার কাজও সংস্থাটি সম্পন্ন করে। এ প্রতিষ্ঠানটি সারাদেশে ২৪টি দানাশস্য বীজ, ২টি পাট বীজ, ২টি আলু বীজ, চারটি ডাল ও তেল বীজ শস্য ও ২টি সবজি বীজ উৎপাদন খামারের মাধ্যমে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া সংস্থাটি ২ টি উদ্যান উন্নয়ন কেন্দ্র ও ২৪টি এসএসি সেন্টারের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন ফসলের চারা, কলম, ছাঁট ইত্যাদি কৃষক পর্যায়ে বিতরণ করছে।
বাংলাদেশে কৃষি উপকরণ সরবরাহকারী কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম
১। বীজ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান (Seed supplier Agencies)
- (১) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন,
- (২) লাল তীর সীড লি:,
- (৩) এসিআই সীড,
- (৪) আফতাব বহুমুখী ফার্ম লি:,
- (৫) মল্লিকা সীড কোম্পানি,
- (৬) গেটকো সীড কোম্পানি,
- (৭) হার্ডস ফার্ম,
- (৮) এগ্রিবিজনেস কর্পোরেশন,
- (৯) সুপ্রিম সীড কোম্পানি লি:,
- (১০) নর্থ সাউথ সীড লি:,
- (১১) কৃষিবিদ ফার্ম লি:
- (১২) ব্র্যাক সীড,
- (১৩) ইস্ট বেঙ্গল সীড কোম্পানি।
২। কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান (Pesticide supplier Agencies)
- (১) পদ্মা অয়েল কোম্পানি লি:,
- (২) এসিআই লি:,
- (৩) সিনজেনটা বাংলাদেশ লি:,
- (৪) সেতু কর্পোরেশন লি:,
- (৫) আলফা এগ্রো লি:,
- (৬) এগ্রোকেয়ার,
- (৭) প্রাইম এগ্রো লি:,
- (৮) মার্প বাংলাদেশ,
- (৯) অটোক্রপ,
- (১০) বেক্সিমকো,
- (১১) স্কয়ার মার্শাল,
- (১২) বায়ার ক্রপসায়েন্স লিঃ।
৩। সার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান (Fertilizer supplier Agencies)
- (১) বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি),
- (২) বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন,
- (৩) মেসার্স নোয়াপাড়া ট্রেডার্স,
- (৪) মেসার্স শেখ ব্রাদার্স,
- (৫) নাফকো (প্রা:) লি:,
- (৬) সুরমা ফার্টিলাইজার,
- (৭) মেঘনা ফার্টিলাইজার,
- (৮) যমুনা এগ্রো কেমিক্যাল,
- (৯) বায়রা (প্রা:) লি:,
- (১০) কর্ণফুলী ফার্টিলাইজার কো: ইত্যাদি।
Post a Comment