লোড হচ্ছে...

ধান, আখ, আলু ও পান ফসলের মাজরা ও উইপোকা দমনে গুলী ৩ জি আর কীটনাশক: Fipronol 3%।

Goolee 3 GR (Fipronil 3%) – ধান, আখ, আলু ও পান ফসলের মাজরা ও উইপোকা দমনের সমাধান
Goolee 3 GR (Fipronil 3%) – গুলী ৩ জি আর, কোম্পানি: এসিআই ক্রপ কেয়ার

ধানের মাজরা পোকা, আলুর কাটুই পোকা, আখ ও পান ফসলের উইপোকা দমনে অত্যন্ত কার্যকর একটি দানাদার কীটনাশক হলো Goolee 3 GR। এটি সহজে ব্যবহারযোগ্য এবং মাটির উপকারী অনুজীবের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না।

ব্যবহারের সুবিধা

  • ধানের মাজরা পোকা ও উইপোকা সফলভাবে দমন করে।
  • ধানের বীজতলার সুরক্ষায় অত্যন্ত কার্যকর।
  • মাটির অনুজীব ও উপকারী পোকায় ক্ষতিকর প্রভাব পড়ে না।
  • দানাদার হওয়ায় ইউরিয়ার সাথে সহজে মিশিয়ে সম্প্রচার করা যায়।
  • বাড়তি শ্রমিক ব্যয় লাগে না।
  • প্রতিরোধক ও প্রতিষেধক – উভয়ভাবে কাজ করে।

প্রতিরোধক ও প্রতিষেধক কার্যকারিতা

প্রতিরোধক – পোকা লাগার আগে ব্যবহার করলে পোকা দেখা দেবে না।
প্রতিষেধক – পোকা লাগার পর ব্যবহার করলে বিদ্যমান পোকা মারা যাবে।

প্রয়োগ পদ্ধতি – ধান ও আখ

ফসল বালাই প্রতি বিঘাতে মাত্রা প্রতি একরে মাত্রা ফসল পর্যায় মিশ্রণ ও স্প্রে পদ্ধতি
ধান, আখ মাজরা পোকা ১.৩ কেজি ৪ কেজি চারা থাকা অবস্থায় ইউরিয়ার সাথে মিশিয়ে বাসাল ডোজ হিসেবে সম্প্রচার করুন

অন্যান্য ফসল – আখ, আলু, পিঁয়াজ, মরিচ, পান

ফসল বালাই প্রতি বিঘাতে মাত্রা প্রতি একরে মাত্রা ফসল পর্যায় মিশ্রণ ও স্প্রে পদ্ধতি
আখ, আলু, পিঁয়াজ, মরিচ, পান সাদা কীড়া ও উই পোকা ২ কেজি ৬.৪ কেজি চারা থাকা অবস্থায় সারের সাথে মিশিয়ে সম্প্রচার করুন
Goolee 3 GR (Fipronil 3%) ধান, আখ, আলু, পিঁয়াজ, মরিচ ও পান ফসলের মাজরা, কাটুই ও উইপোকা দমনে অত্যন্ত কার্যকর। এক কেজি ও দুই কেজি প্যাক বাজারে পাওয়া যায়। সঠিক মাত্রায় এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করলে সর্বোচ্চ ফল পাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post