1. মাটি কী ধরনের প্রাকৃতিক সম্পদ?
a) কৃত্রিম
b) মূল্যবান
c) অমূল্য
d) ক্ষতিকারক
2. উদ্ভিদের জন্য মাটির কতটি পুষ্টি উপাদান অপরিহার্য?
a) 10
b) 12
c) 14
d) 17
3. মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ানোর ফলে কি হতে পারে?
a) ফসলের উত্পাদন কমে
b) ফসলের উত্পাদন বেড়ে
c) মাটির পুষ্টি কমে
d) রোগবাহিত হয়
4. উন্নত মৃওিকার জন্য মাটির কি পরিবর্তন করা হয়?
a) পানির লবনাক্ততা
b) সংযোজন
c) রাসায়নিক
d) জৈবিক
5. মাটির শারীরিক গুণাবলীর জন্য কি নির্ভরশীল?
a) আকার
b) খাদ্য
c) বুনট
d) তুলনা
6. মাটির থেকে কোন ধরনের সার তৈরি করা যায়?
a) সিমেন্ট
b) কম্পোস্ট সার
c) প্লাস্টিক
d) জল
7. মাটির মাধ্যমে কত ধরনের পুষ্টি উৎপন্ন করা হয়?
a) 5
b) 7
c) 14
d) 9
8. কোন পদ্ধতি মাটির কর্ষণের সুবিধা নির্দেশ করে?
a) ভূমি কর্ষণ পদ্ধতি
b) পানি সরবরাহ পদ্ধতি
c) সার প্রদান পদ্ধতি
d) গাছের দাম পদ্ধতি
9. মাটি ছাড়া কি করা যায় না?
a) বীজ সংগ্রহ
b) ফুল চাষ
c) ফসল ফলানো
d) উপহার প্রদান
10. মাটি আমাদের প্রকৃতিক ভারসাম্য রক্ষা করে কিভাবে?
a) বীজের মাধ্যমে
b) ফসলের মাধ্যমে
c) বিভিন্ন সার তৈরি করে
d) পদার্থের ভারসাম্যের মাধ্যমে
**সঠিক উত্তর:**
1. b
2. c
3. b
4. d
5. c
6. b
7. c
8. a
9. c
10. d
Post a Comment