লোড হচ্ছে...

জলাতঙ্ক ( Rabies Disease) রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা। Sign Symptoms, Prevention and Treatment of Rabies. #veterinary #rabies #dog #cow #livestock #treatment #zoonotic#

 ডাঃ মোঃ আব্দুল্লাহ ফারাজী 

জলাতঙ্ক

জলাতঙ্ক ভাইরাস জনিত জুনোটিক রোগ। সাধারণ রোগাক্রান্ত শিয়াল, কুকুর, বিড়ালের কামড়ে গৃহপালিত প্রাণী ও মানুষের এ রোগ হয়। আক্রান্ত প্রাণীর লালার মাধ্যমে সুস্থ প্রাণীর দেহের ক্ষতে লেগে এ রোগের সংক্রমণ ঘটে। ৭-১০ দিনের মধ্যে জলাতঙ্ক রোগে আক্রান্ত প্রাণীর লক্ষণ প্রকাশ পায়।


রোগের লক্ষণ

- লালা ঝরে

- ক্ষ্যাপা থাকে

-কামড়ানোর প্রবণতা দেখা দেয়

- গলার মাংসপেশিতে পক্ষাঘাত হয়

-গিলতে পারে না

- পা দিয়ে মাটি খুঁড়তে থাকে 


রোগ প্রতিরোধ ও চিকিৎসা 

১. আক্রান্ত স্থান ক্ষারযুক্ত সাবান ও পানি দিয়ে ধুতে হবে। 

২. আক্রান্ত হওয়ার ৭ দিনের মধ্যে Post exposure anti rabies vaccine দিতে হবে।

৩. বন্য প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।

৪. ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 



Post a Comment

Previous Post Next Post