লোড হচ্ছে...

এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কৃষি শিক্ষা ব্যবহারিক তালিকা।

 

Agriculture Practical Note Book

কৃষি শিক্ষা ১ম পত্র

১. মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ (PH মিটার/ লিটমাস পেপার ব্যবহার করে।) 

২. বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ।

৩. কয়েকটি টব ব্যবহার করে পানিবদ্ধ অবস্থায় ধান চাষের সাথে SRI এর তুলনা।

৪. বীজের বিশুদ্ধতার হার নির্ণয় 

৫. বিভিন্ন প্রকার বীজ শোধন (পিয়াজ, আলু ও সরিষার বীজ) 

৬. ঘরের ভিতরে মাশরুম চাষ পদ্ধতি 

৭. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ ও রেকর্ড করা।

৮. সুস্থ বীজ বাছাইকরণ। 


কৃষি শিক্ষা ২য় পত্র

১. প্রদর্শিত মাছ (রাজপুটি, নাইলোটিকা) ও চিংড়ি শনাক্তকরণ।

২. মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরির পদ্ধতি ও প্রয়োগ পদ্ধতি। 

৩. ফরমালিন শনাক্তকারী কিট দ্বারা নিরাপদ সংরক্ষিত মাছ শনাক্তকরণ।

৪. সুস্থ ডিম নির্বাচন 

৫. ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরি।

৬. ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ। 

৭. গর্ভবতী গাভী শনাক্তকরণ।

৮. শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা রোপন ও পরিচর্যা। 


Post a Comment

Previous Post Next Post