গবাদিপশুর ওজন নির্ণয়ঃ
ওজন মাপার প্রধানত ২টি পদ্ধতি প্রচলিত আছে।
১. ডিজিটাল স্কেল বা মিটার-এর মাধ্যমে সহজেই ওজন নেয়া যায়। এটির সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। সুবিধা হলো, সবচেয়ে কম সময়ে ওজন মাপা যায় এবং ওজনের গ্রহণযোগ্যতা অনেক বেশি। অন্যদিকে অসুবিধা হলো, অপ্রাপ্তি। এই মিটার সব জায়গায় থাকে না৷ বড় ধরনের স্কেল না হলে গরুর ওজন নেয়া সম্ভব হয় না।
২. ফিতা দিয়ে মেপে ওজন নির্ণয় করা-
ফিতা পদ্ধতিতে ওজন মাপতে যা প্রয়োজন
* মাপার ফিতা বা স্কেল টেপ।
* ক্যালকুলেটর বা আপনি মোবাইল ব্যবহার করেও করতে পারবেন।
পদ্ধতি: যে গরুর ওজন নিতে চাচ্ছেন তাকে ভালোভাবে সোজা করে দাঁড় করাতে হবে। তারপর ফিতা দিয়ে প্রথম তার লম্বা দৈর্ঘ্য বের করতে হবে। এজন্য গরুর লেজের গোড়া থেকে শুরু করে সামনের পায়ের জোড়ার গিট পর্যন্ত ফিতা ধরে দৈর্ঘ্য বের করতে হবে। এরপর সামনের দুই পায়ের কাছ দিয়ে ফিতার সাহায্যে বুকের বেড় কত ইঞ্চি তা পরিমাপ করতে হবে। এটি প্রস্থ হিসেবে ধরে নেওয়া হয়। তা সঠিকভাবে লিখে রাখতে হবে। এবার সূত্রে প্রয়োগ করে দ্রুত ওজন নির্ধারণ করতে পারবেন।
গরুর ওজন মাপার সূত্র
গরুর মোট ওজন= গরুর দৈর্ঘ্য X বুকের বেড় X বুকের বেড়/৬৬০
ধরা যাক, গরুটির দৈর্ঘ্য ৭০ ইঞ্চি এবং বেড় ৬০ ইঞ্চি। তাহলে গরুর আনুমানিক ওজন হবে (৭০X৬০X৬০)/৬৬০ = ৩৮১ কেজি (উল্লেখ্য, প্রধান সূত্রে পাউন্ডে হিসাব করা হয়েছে কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য কেজিতে রূপান্তর করে ৬৬০ দ্বারা ভাগ করেছি)। এই সূত্রের সাহায্যে যে ওজন পাওয়া যাবে তা হলো গরুর নাড়িভুড়ি সহ সবকিছুর ওজন।
মোট ওজন থেকে মাংসের পরিমাণ নির্ধারণ পদ্ধতি.
অল্প সময়ে হাটের মধ্যে আপনি এই সূত্র ব্যবহার করে যা ওজন পেয়েছেন তার ৫৫-৬৫ শতাংশ পর্যন্ত ওজনই হবে পশুটির মাংসের ওজন। এটি নির্ভর করবে গরুর শারীরিক গঠনের উপর, পেট খুব বেশি বড় না হলে অধিকাংশ গরুর শতকরা ৬৫ শতাংশ ওজনই মাংস হয়ে থাক।
এই সূত্রের মাধ্যমে ওজন নির্ধারণ সাধারণত ৯৫-১০০ ভাগই সঠিক হয়ে থাকে। তাই আপনি নিশ্চিন্তে এই সূত্র অনুসরণ করে পশুর ওজন নির্ধারণ করে ক্রয় করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দামে।
অন্যান্য পদ্ধতি
১. সাদা কাগজ পদ্ধতি
- পশুর শরীরের চারপাশে সাদা কাগজ ব্যবহার করে দৈর্ঘ্য এবং প্রস্থ মাপুন। তারপরে একটি টেবিলে নির্দিষ্ট ওজন এবং আকার অনুযায়ী তুলনা করুন।
২.অনুমান পদ্ধতি
- অভিজ্ঞতা দ্বারা পশুর ওজন অনুমান করা যায়, তবে এটি কম নির্ভুল।
৩. নিয়মিত পর্যবেক্ষণ
- গবাদিপশুর ওজন নিয়মিত পর্যবেক্ষণ করলে তাদের স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
Cattle Weight Estimation Formula
For Cattle:
Measurement Guidelines
- Heart Girth: Measure the circumference of the cattle's body just behind the front legs.
- Body Length: Measure from the point of the shoulder to the pin bone (the bony prominence at the back of the hip).
Example Calculation
- If the heart girth is 150 cm and the body length is 120 cm:
Note
- This formula provides an estimate and might not be as precise as using a scale. Regular monitoring of cattle weight is important for health and management.
Post a Comment